
মিঠুন সরকার,কৃষিপ্রতিবেদন:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশের প্রায় ৪০ শতাংশ কৃষক জাতীয়ভাবে নির্ধারিত ন্যূনতম কৃষিমজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। ‘উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ ২০২৫ এ এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
জরিপ অনুযায়ী, সরকার কর্তৃক নির্ধারিত দৈনিক ৬০০ টাকা কৃষিমজুরির বিপরীতে দেশের প্রায় ৪০ শতাংশ কৃষক কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। তবে বিভাগভেদে এই চিত্রে ব্যাপক পার্থক্য দেখা গেছে।
বিভাগীয় চিত্র:
সিলেট বিভাগে সবচেয়ে খারাপ অবস্থা দেখা গেছে, যেখানে ৬৩ শতাংশ কৃষকই ন্যায্যমজুরি থেকে বঞ্চিত। খুলনা বিভাগে এই হার প্রায় ৬০ শতাংশ। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো, সেখানে ৭৫ শতাংশ কৃষক ন্যায্যমজুরি পাচ্ছেন। চট্টগ্রামে এই হার ৭৩ শতাংশ এবং ঢাকায় ৬৭ শতাংশ।
শহর ও গ্রামের পার্থক্য:
জরিপে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ব্যাপক বৈষম্য দেখা গেছে। শহরাঞ্চলে ৭৬ শতাংশ কৃষক ন্যায্যমজুরি পেলেও গ্রামাঞ্চলে এই হার মাত্র ৫৯ শতাংশ।
কৃষিজমির অবস্থা:
জরিপে আরও উদ্বেগজনক কিছু তথ্য উঠে এসেছে। দেশের মোট কৃষিজমির ৫৭ শতাংশ এখনো টেকসই ব্যবস্থাপনার বাইরে রয়েছে। এছাড়া ২১ শতাংশ কৃষিজমি কখনোই লাভজনক হয়নি এবং ১৮ শতাংশ জমি সেচের অভাবে প্রত্যাশিত ফলন দিতে ব্যর্থ হচ্ছে।
সার ও কীটনাশক ব্যবহার:
জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ কৃষিজমিতে সারের অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে। একইভাবে ৪৯ শতাংশ জমিতে পরিবেশবান্ধব কীটনাশক ব্যবহার করা হচ্ছে না, যা কৃষি ও পরিবেশ উভয়ের জন্যই হুমকিস্বরূপ।
বিবিএসের এই জরিপ কৃষকদের ন্যায্যমজুরি নিশ্চিত করতে এবং কৃষিখাতে টেকসই উন্নয়নের জন্য জরুরি পদক্ষেপ তুলে ধরেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রতিবেদন ভবিষ্যতে কৃষিনীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।