
বাগআঁচড়া (যশোর)সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত কুলবাড়ীয়া, কুমরী ও বাঁকুড়া-জেকাটি গ্রামে ওয়ার্ড বিএনপির আয়োজনে সাংবাদিক আব্দুল জলিলের সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সংসদের নির্বাহি সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি।
তিনি বলেন,বিএনপির আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল বিএনপি। বিগত ১৭ বছরেরও এত নির্যাতনের মধ্যেও বিএনপিকে নিঃশেষ করা যায়নি।তাহারি ধারাবাহিকতায় আগামীতেও সকল অপশক্তি মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিকে থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর মনা ও ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবনেতা আরাফাত হোসেন কল্লোল।
এ ছাড়াও শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান, সাধারন সম্পাদক এনামুল হক বাবলু, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান কবীর, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মেম্বার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিদ্দিক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল বারিক, ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি,সাধারন সম্পাদক হারুনর রশিদ, সহ বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।