
বিল্লাল হুসাইন:
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাকড়ি গ্রামে এর নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ উপ-প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের ভিলেজ সুপার মার্কেটে “ক্ষুদ্র উদ্যোক্তা ও উৎপাদনকারী সমিতির সদস্যদের ব্যবসা ব্যবস্থাপনা (রেকর্ড কিপিং, লাভজনক ,ক্যাশ ফ্লো অ্যানালাইসিস ইত্যাদি) বিষয়ে দুই দিন ব্যাপি অনাবাসিক
প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান মাহমুদ নূর। সহকারী টেকনিক্যাল অফিসার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আবীর হোসাইন, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উক্ত প্রশিক্ষণে ২৫ জন লিড ফার্মার ও প্রদর্শণী প্রাপ্ত মৎস্য চাষী উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে মাছ বিপণনের সাথে জড়িত কার্যক্রম ও মাছ চাষের সাথে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। হাসান উজ জামান ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (ভিসিএফ)
আর আর এফ-আরএমটিপি। সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।