চাঁদাবাজি বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

তন্ময় দেবনাথ, রাজশাহী জেলা প্রতিনিধি:

গোদাগাড়ী শেখের পাড়া বালু মহলে চাঁদাবাজ বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বালু মহলে কর্মরত মালিক, শ্রমিক এবং সচেতন নাগরিক সমাজ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহীর কোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁদাবাজদের অত্যাচারে শেখের পাড়া বালু মহলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বক্তারা দাবি করেন, এ চাঁদাবাজির সঙ্গে সরাসরি জড়িত গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল কবির টুকু এবং গোদাগাড়ী উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন টমাস।

বক্তারা আরও বলেন, “বালু মহলের মালিক ও শ্রমিকদের ওপর এই অন্যায় চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”

মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন স্তরের সচেতন নাগরিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন