হাফেজ ঐক্য কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ ভূষণ হাই স্কুল অডিটোরিয়ামে হাফেজ ঐক্য কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মহিউল কুরআন ক্যাডেট মাদ্রাসার ছাত্র তিনটি বিভাগ যথাক্রমে দশম পারা গ্রুপ, বিশ পারা গ্রুপ ও ত্রিশ পারা গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে সুনাম অর্জন করেছে।

মহিউল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল করিম জানান, সাধারণত আমরা কুরআন সহিহ ও শুদ্ধ ভাবে পাঠ করার সাথে সাথে হিফজ বিভাগের দিকে গুরুত্ব দেওয়া হয়। তবে ছাত্রদের অদমৎ ইচ্ছা শক্তি ও প্রচেষ্টায় এই সফলতা অর্জন হয়েছে।ছাত্ররা আগামীতে দেশের সুনাম অর্জন করুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন