নিজস্ব প্রতিবেদক:
ঝিকরগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০বোতল ফেনসিডিলসহ এক জনকে আটক করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে পৌর বাজারস্থ বাসস্টান্ড সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কের পাশে জামান মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে বেনাপোল হতে যশোরগামী বাস থেকে মাদককারবারী মোঃ সম্রাট হোসেনকে গ্রেফতার করেন থানার এসআই (নিঃ) জিএম ইমরান হোসেন রাজু, এএসআই (নিঃ) ইয়াসিন আলী, এএসআই (নিঃ) জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স। থানায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৪, তারিখ- ২৮/১১/২০২৪ইং। গ্রেফতারকৃত আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Post Views: ১২৫