সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ
যশোর সদরে বসুন্দিয়া সিঙ্গিয়া রেলওয়ে ষ্টেশনে ঢাকা টু খুলনাগামী ট্রেন থামানো ও জনসাদারণের চলাচলের জন্য ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করছে স্থানীয় মানুষ সহ প্রায় দেড়-হাজার শিক্ষার্থী,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক অভিবাক বৃন্দ…
ষ্টেশনের দক্ষিনে যশোর-খুলনা মহা- সড়ক সংলগ্ন সিঙ্গিয়া আদর্শ কলেজ, বানিয়ারগাতী মডেল মহিলা দাখিল মাদ্রাসা, নিলয় সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড অবস্থিত। সিঙ্গিয়া আদর্শ কলেজের ১৫০০ শিক্ষার্থী এবং বানিয়ারগাতী মডেল মহিলা দাখিল মাদ্রাসার ৫০০ শিক্ষার্থী, নিলয় সিমেন্ট ফ্যাক্টরীর দেড় শতাধিক শ্রমিকসহ প্রতিদিন ৬০% লোক রেললাইন পারাপার হচ্ছে। এছাড়াও ষ্টেশনের উত্তর দিকে জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থী, জঙ্গলবাধাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী এবং জঙ্গলবাধাল মডেল স্কুলের ৪০০ শিক্ষার্থীর মধ্যে ৭০% শিক্ষার্থী সর্বমোট প্রতিদিন ২৫০০ শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক লোক জীবনের ঝুঁকি নিয়ে ষ্টেশনের অক্সিক্ষত রেললাইন পার হচ্ছে।
বর্তমানে ষ্টেশনটি পূণঃনির্মাণ ও সম্প্রসারনের কাজ সম্পন্ন হয়েছে অথচ রেল লাইন পারাপারের বিকল্প কোন রাস্তা নাই।
এরই কারনে দৈনন্দিন রেললাইন পারাপারের দুর্ঘটনা ও জন দূর্ভোগ নিরসেনর জন্য একটি ফুট ওভার ব্রীজ নির্মাণের প্রয়োজন। এছাড়াও ঢাকা টু খুলনাগামী আপডাউন ট্রেনের একটি স্টপেজ প্রয়োজন।
অত্র এলাকার বিপুল জনগোষ্ঠীর যাত্রীসেবার জন্য ঢাকা টু খুলনাগামী আপডাউন ট্রেনের স্টপেজ চালুরুরনের মাধ্যমে জনগনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জোর দাবীসহ অত্র এলাকার শিক্ষার্থী ও জনসাধারনের চলাচলের সমস্যা নিরসনের জন্য সিঙ্গিয়া রেলষ্টেশন সংলগ্ন একটি ফুট ওভার ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি
এলাকাবাসীর পক্ষে
মো:আব্দুল আলীম, বসুন্দিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,সদর, যশোর এছাড়া অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সকল দলের নেতৃবৃন্দ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন…