জেলা প্রতিনিধি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের নেতৃবৃন্দ বলেছেন, সন্ত্রাসী সংগঠন ইসকন সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। নেতৃবৃন্দ বলেন, যেকোনো মূল্যে সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ষড়যন্ত্র সচেতন জনগণ প্রতিহত করবে। অবিলম্বে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে । যারা দেশি-বিদেশি ষড়যন্ত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। বুধবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।
দেশদ্রোহী, সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যদের কর্তৃক চট্টগ্রামে মসজিদ ভাঙচুর ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও অ্যাডভোকেট আব্দুল গফুর।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কোর্ট চত্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।