আঃজলিল,স্টাফ রিপোর্টার :
অবশেষে দখলমুক্ত হলো শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের দখলকরা ৪১’৯৬ একর খাস জমি। শার্শার হরিণাপোতা বিলে সরকারের খাস জমি তিনি ২০১২ সালে দখলে নিয়ে আফিল ব্রিডার ফার্মের নামে সাইনবোর্ড ঝুলিয়ে মাছের চাষ করতেন।
শার্শার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা দখলকৃত জমি রাষ্ট্রের অনুকূলে দখল নিয়ে ১৫০ টি বাঁশের খুটিতে লাল পতাকা টাঙিয়ে দেয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জানান, উপজেলার লক্ষণপুর ইউনিয়নে হরিণাপোতা মৌজার হরিণা পোতা বিলে বেশ কিছু খাস জমি রয়েছে। এর মধ্যে শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দিন প্রায় ১২৫ বিঘা জমি দখলে নিয়ে মাছ চাষের জন্য পুকুর কেটে দীর্ঘদিন ধরে ভোগদখল করছিলেন। আফিল উদ্দিন ছাড়াও অনেক মাছ চাষীর দখলে খাস জমি রয়েছে। বেদখল হওয়া সব জমি অবিলম্বে পর্যায়ক্রমে রাষ্ট্রের অনুকূলে ফেরত নেয়া হবে।