যশোর সদরে কৃষকদের মাঝে বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান, শবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়ীতে বিভিন্ন জাতের শাক সবজির বীজ ও ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে উফশী হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের ১২শ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে এ বীজ ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত খামারবাড়ি যশোরের উপপরিচালক (পিপি)কৃষিবিদ মোঃ আবুল হাসান। অতিরিক্ত উপপরিচালক (শস্য) যমরেন বিশ্বাস,

কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রনজিত দাশ, অতিরিক্ত কৃষি অফিসার একরামুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় যশোর সদর উপজেলায় ১২শ প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড সবজির বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

মন্তব্য করুন