যশোর শহরস্থ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরস্থ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ যশোর জেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ ,ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। বর্ণিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ, যুগ্ম পরিচালক এনএসআই যশোর আবু তাহের মোঃ পারভেজ, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা জজ আদালতের পিপি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার প্রধান সমন্বয়ক রাশেদ খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় মাননীয় উপদেষ্টা যশোর জেলায় পর্যটন কেন্দ্র স্থাপন এবং যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করণের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি ভূমি অফিসের দুর্নীতি প্রতিরোধে ভূমি অফিসের কর্মকর্তা/কর্মচারীদের একই কর্মস্থলে তিন বছরের অধিক না রাখা, অনলাইন সিস্টেম ব্যবহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বিমান ভাড়া কমানোর আশ্বাস প্রদান করেন। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি/সম্পদ দখল মুক্ত করা হবে মর্মে তিনি জানান৷ এছাড়া তিনি রাষ্ট্র সংস্কারে যে কমিশনগুলো গঠন করা হয়েছে উক্ত কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত পরবর্তীতে রাজনৈতিক সরকার অনুসরণ/বাস্তবায়ন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন