নিজস্ব প্রতিবেদক:
জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা শাখার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে:
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম উর রহমানের নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে “দুনিয়ার মজদুর এক হও প্রতিপাদ্য” নিয়ে যশোর টাউন হল ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বিশেষ অতিথি হিসেবে সম্পাদক মন্ডলির সদস্য আব্দুস সাত্তার, সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, যশোর জেলা শাখার শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন, যশোর জেলা শাখার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ও জাতীয় কৃষক খেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গাজী আব্দুল হামিদ, যশোর জেলা শাখার নারী মুক্তি পরিষদের আহ্বায়ক বিথীকা বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।