জলন্ত শিখা সামাজিক সেচ্ছাসেবী সংগঠনে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক:
প্রথমে আমরাই আগামী দলের জিএম মুন্না একটি গোল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে আমরাই পূর্ণতা দলের প্লেয়ার সংগ্রাম একটি গোল দিয়ে সমতায় ফেরে।
আমরাই আগামী দলের ক্যাপ্টেন সাঈদ সান একটি গোল দেয় এবং রিয়াজ আমরাই পূর্ণতা দলের হয়ে একটি গোল দেয়।
২-২ গোলে খেলাটি শেষ হয়।
পরবর্তীতে খেলাটি ট্রাইবেকারে চলে যায়।
আমরাই আগামী ৬-৭ আমরাই পূর্ণতা। আমরাই পূর্ণতা দলটি ট্রাইবেকারে জয়লাভ করে।
দুইটি গোল ও এক এসিস্ট করে ম্যাচ সেরা হয় আমরাই আগামী দলের পিএম মুন্না।
প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান টোকন(সভাপতি প্রেসক্লাব যশোর)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ মুরাদ , মোঃ আব্দুল আলীম (স্বত্বাধিকারী মিতু অটোস আর,এখন রোড)
জহুরা বেগম (নারী উদ্যোক্তা ও সমাজসেবক) সহ আরো অনেকেই।
সার্বিক পরিচালনায় ছিলেন জলন্ত শিখার প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান হোসাইন, শাহেদ মোহাম্মদ রিজভী, মেহেদী হাসান সহ আরো অনেকেই।

মন্তব্য করুন