নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী এবং শহিদুল ইসলাম হাওলাদার, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ডিবি এর তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
গত ৪ নভেম্বর রাতে যশোর খোলাডাঙ্গায় জামাত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জনাব দেবাশীষ এর নেতৃত্বে ডিবি’র একটি টিম সুজলপুর এলাকায় গতকাল রাত ১০.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে অন্যতম আসামী লাবিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে লাবিব এর স্বীকার মতে সুজলপুর তরিকুল ইসলাম এর বাড়ির পাশ থেকে হত্যাকাজে ব্যবহৃত ২টি বার্মিজ চাকু উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে এই হত্যাকান্ডের ঘটনায় মুল সমন্বয়ক স্বরনসহ ০৩ আসামীকে গ্রেফতার করে ডিবি ও র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবিব ঘটনার দোষ স্বীকার করে পুলিশের নিকট স্বীকার দিয়ে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করার ইচ্ছা প্রকাশ করায় তাকে আদালতে চালান করা হয়েছে।