নিউজ ডেস্ক
যশোর শহরের রেলগেট তেতুলতলা মোড়ের রাস্তার পাশে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা ময়লা জনসাধারণের দৈনন্দিন জীবনে অনেক ক্ষতিকর প্রভাব ফেলেছিল। এটা পৌরসভার নজরে আনলেও তারা তৎক্ষণিক ব্যবস্থা না নেওয়াই, বিডি ক্লিন যশোর সিদ্ধান্ত নেয়
স্থানটি পরিচ্ছন্ন করার। বিডি ক্লিন সব সময় দিনের আলোতে ইভেন্ট পরিচালনা করে সাধারণ মানুষকে সচেতন করার চর্চা করে। কিন্তু বিভিন্ন বিষয় বিবেচনা করে ৭ নভেম্বর বৃহস্পতিবার উক্ত স্থানে রাতে ইভেন্ট করা হয়। যার মধ্যে প্রথমে যে বিষয়টি বিবেচনা করা হয় তাহলো সাধারণ মানুষের ভোগান্তি, উক্ত স্থানে এত বেশি ময়লা ছিল যে দিনের বেলায় ইভেন্ট করলে অনেক দুর্গন্ধ ছড়াবে যেটা সাধারণ মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। এছাড়াও রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হবে, আমাদের বিডি ক্লিন সদস্যদের কার্যক্রম চালাতে অনেক বাধা সৃষ্টি হবে, এক্সিডেন্ট এর আশঙ্কা থাকে। আর তাছাড়া আমরা বিডি ক্লিন তারুণ্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যেভাবেই হোক রাতে ইভেন্ট শেষ করে পরবর্তী দিন যেন একটি সুন্দর পরিচ্ছন্ন দিনে পরিণত হয়। বিডি ক্লিন যশোরের জেলা সমন্বয়ক শওমিক হাসান সজীব এর নেতৃত্বে ইব্রাহিম, ফারাজুল, রিফাত, সাকিব, মাসুদ, গফুর,রাজু, আকিমুল সহ মোট ১০ জন সদস্য নিয়ে রাত ৮:০০ থেকে রাত ১২:০০ পর্যন্ত দীর্ঘ চার ঘন্টা পরিশ্রম করে একটি সুন্দর পরিবেশ করতে সফল হয়।
এই দীর্ঘ চার ঘণ্টায় কয়েকটি ধাপে পরিছন্নতা কার্যক্রম চালানো হয়। প্রথমে প্লাস্টিক জাতীয় অপচনশীল বর্জ্য আমরা কিছু বস্তা ভর্তি করি, তারপর পচা দুর্গন্ধ যুক্ত ময়লা গুলো আরো কিছু বস্তা করি এবং সব ময়লা ভর্তি বস্তা আমরা সাইকেল ও ভ্যান এর মাধ্যমে দূরের ডাস্টবিনে ফেলে আসি। শেষে ঝাড়ু দিয়ে পুরো জায়গাটি পরিপূর্ণ পরিষ্কার করে ইভেন্ট শেষ করি।