পালা কবুতরের জন্য প্রাণ গেল কিশোরের

চট্টল সময় ডেক্স :

চট্টগ্রামের রাউজানের কিশোর মোহাম্মদ সিফাত বাড়ি ছাদে উঠেছিল তার সখের পালা কবুতরের খুঁজে। এদিক সেদিন উঁকি মারতে গিয়ে হঠাৎ পা ফঁসকে পড়ে যায় ছাদ থেকে নিচে। এই ঘটনায় গুরুতর আঘাত পায় মাথায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। আহত কিশোর সিফাত স্বজনদের সাথে হাসপাতালে যাওয়ার পথে পথে করছিল ভমি। হাসপাতালে চিকিৎসরা তাকে বেড়ে রেখে চিকিৎসা দেয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় সিফাত মারা যায় দুপুরে।   এই মর্মান্তিক ঘটনা ১৯ আগস্ট শনিবারের। নিহত কিশোর সিফাত রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নজির আহমদ মিস্ত্রি বাড়ির প্রবাসী মো. জামালের ছেলে।

মন্তব্য করুন