যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্মের ৪ বছরপূর্তিতে দিনব্যাপী উৎসব পালিত

নভেম্বর ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্মের চারবছরপূর্তি উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী উৎসব পালিত হয়েছে। জয়তী সোসাইটিতে আয়োজিত এ উৎসবে ছিল পন্য প্রদর্শনী এবং উদ্যোক্তাদের পণ্য নিয়ে প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময়, আলোচনা, উদ্যোক্তাদের পণ্য নিয়ে র‍্যাম্প শো’, সম্মাননা প্রদান, উপহার বিতরণ।
বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী টানা হয়। সমাপনী পর্বে অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক সেলিমুজ্জামান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদকের তৌহিদুর রহমান, যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্মের উপদেষ্টা মফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সাংসারিক কাজের পাশাপাশি নিজেদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে যশোরের নারী উদ্যোক্তারা ২০২০ সালের ১৫ নভেম্বর যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্ম গড়ে তোলেন।

মন্তব্য করুন