
নিজস্ব প্রতিবেদক:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর থেকে আজ সোমবার দুপুরে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির (২৭), পিতা মজিবুর রহমান, গ্রাম শংকরপুর ইসহাক সড়ক, যশোর সদর।
জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে ওই ব্যক্তি সাদা এপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি এক রোগী সানজিদা (৩৬), পিতা মজনু, গ্রাম পুরাতন কসবা কাঠালতলা, যশোর সদর-এর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।
হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা বিষয়টি সন্দেহজনক মনে করলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ধৃত ব্যক্তি ইন্টার্ন চিকিৎসক নন বলে স্বীকার করেন। তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি’র ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়পত্র পাওয়া যায়, তবে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কোনো ইন্টার্ন চিকিৎসক নন বলে নিশ্চিত হওয়া যায়।
পরে পুলিশ সদস্য সোহেল রানা তাকে হাসপাতাল সুপারের কাছে নিয়ে যান। হাসপাতাল সুপার তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বর্তমানে আব্দুর রহমান জাকিরকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন ধরে হাসপাতাল এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন হাসপাতালের নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।