
যশোর নিউজ প্রতিবেদন:
কাহলিল জিবরানের অনুপ্রেরণায় রচিত দর্শনপ্রধান নাটক ‘শয়তান’ আবারও মঞ্চে আনছে যশোরের সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ থিয়েটার’। দর্শকদের ব্যাপক অনুরোধে এটি সপ্তমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে।
১১ জুলাই, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় যশোরে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রবেশমূল্য ধরা হয়েছে ১‘শ টাকা, তবে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান, যিনি একইসঙ্গে শয়তান চরিত্রে অভিনয়ও করেছেন। শব্দ থিয়েটারের ধারাবাহিক প্রযোজনার অংশ হিসেবে এটি উপস্থাপিত হচ্ছে।
‘শয়তান’ নাটকটি মূলত শয়তান ও এক ফাদারের মধ্যকার সংলাপনির্ভর মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে মানবতার জয়গান গেয়েছে। পাশাপাশি হাজার বছরের প্রাচীন গোত্রব্যবস্থা ও সমাজে দুষ্টবুদ্ধির দ্বারা শুভবুদ্ধিসম্পন্নদের প্রতিনিয়ত বিপদগ্রস্ত করার প্রবণতার যৌক্তিক রূপায়ণ তুলে ধরা হয়েছে নাট্যরচনায়।
প্রযোজনাটিতে কিছু অভিনব নাট্য নির্মাণ ও প্রয়োগের নতুনত্বও যুক্ত করা হয়েছে, যা দর্শকের মনোগ্রাহী হবে বলে আয়োজকদের আশা।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন:
ফাদার: অরুণ মজুমদার
শয়তান: মাস্উদ জামান
গোত্রপতি: সোহেল রানা
লাউইস: পিয়াশ মণ্ডল
গরিলা: শাহিদুর রহমান
গ্রামবাসী ও আদিম মানুষ: মারুফ হোসেন, হাফছা আক্তার, তানভীর হাসান রামিম, হাসিবুর রহমান, আলমগীর হোসেন
টিকিট সংগ্রহের স্থান শীঘ্রই আয়োজকদের পক্ষ থেকে জানানো হবে।