
নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার ঢাকা রোডস্থ বাঁশতলা এলাকায় মেসার্স বনরূপা ফার্নিচার নামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৯ এপ্রিল ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ভোর ৫টার দিকে পাশের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে দোকানের বিভিন্ন ধরনের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন পুড়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত বনরূপা ফার্নিচারের স্বত্বাধিকারী হলেন মোঃ শফিকুল ইসলাম (৫৭), পিতা- মৃত খলিলুর রহমান, রায়পাড়া, পুরাতন কসবা, যশোর সদর।