
নিজস্ব প্রতিবেদক:
আগামী প্রজন্মের জন্য চোর চাটারমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে- মো. আছাদুজ্জামান
যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সংক্ষিপ্ত র্যালি শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, মানবজমিন পত্রিকার যশোর প্রতিনিধি নূর ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, চার স্তরে স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। স্থানীয় সরকার বিধি ব্যবস্থায় যে পরিবর্তন তা দুঃখজনক। এখনকার সময়ে ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক ও ভোট কেটে চেয়ারমান মেম্বর নির্বাচিত হয়। সহজ সরল জন জীবন উন্নয়ন খুব প্রত্যাশা করে। তবে, আমাদের জীবন ও জন জীবনে এত পরিবর্তন প্রত্যাশা যোগ্য না।ভোট কেটে জন প্রতিনিধি নির্কাচিত এটা অসহনীয়। উন্নত দেশ গুলোর স্থানীয় সরকার ব্যবস্থা উন্নত। মানুষ জাল ভোট বাদে, টাকা বাদে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। বাংলাদেশের স্থানীয় সরকার বিধি ব্যবস্থায় বেশ কিছু ক্ষত সৃস্টি হয়েছে। এটা থেকে বেরিয়ে আসাটা এখন জরুরি।আমাদের আগামী প্রজন্ম যেন ভালো বাংলাদেশ পাই। চোর, চাটার মুক্ত বাংলাদেশ; যেখানে রাতে দরজা খুলে শান্তিতে নিঃভয়ে সব নাগরিকরা ঘুমাতে পারবে।