
নিজস্ব প্রতিবেদক:
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সদস্যদের একটু বিনোদনের ব্যবস্থা নিতে “বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ” দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার(২৮ ফেব্রুয়ারী) বেনাপোল পৌর শহর কেন্দ্রে অবস্থিত স্থলবন্দর আবাসিক এলাকা ফুটবল মাঠ প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান(অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক(ট্রাফিক) মো.শামীম হোসেন(উপসচিব)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন বন্দরের ডেপুটি ডাইরেক্টর মো.রাশেদুল সজীব,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো.মফিজুর রহমান সজন,বেনাপোল ট্রাক মালিক সমিতি’র সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী সহ স্থলবন্দরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
বেলুণ উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধণ ঘোষণা করেন প্রধান অতিথি চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
দিনব্যাপি প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল-
কেরাত (কর্মকর্তা),কেরাত (কর্মচারি),গীতাপাঠ,
হামদ-নাত (কর্মকর্তা),হামদ-নাত (কর্মচারী),
কবিতা আবৃত্তি,ক্যারাম (একক) কর্মকর্তা,ক্যারাম (দ্বৈত) কর্মকর্তা,ব্যাডমিন্টন (দ্বৈত) কর্মকর্তা,ক্যারাম (একক) কর্মচারী,ক্যারাম (দ্বৈত) কর্মচারী,দাবা (কর্মকর্তা),দাবা (কর্মচারী),কলব্রীজ,কার্ড-২৯,
ইন্টারন্যাশনাল ব্রীজ,সাপলুডু (মহিলা কর্মচারি),
ছক্কা লুডু (মহিলা কর্মচারি),হাড়িতে দাগ,কপালে টিপ,
স্মৃতি পরীক্ষা,বালিশ খেলা,দৌড় (৫০ মিটার)
৪-৬ বছর(ছেলে)দৌড় (১০০ মি),ছেলে ৭-১১ বছর
বুদ্ধি পরীক্ষা,মেয়ে৭-১১ বছর দৌড় (১০০ মি),ছেলে ১২-তদুর্ধ্ব(জালে বল),বুদ্ধি পরীক্ষা, মেয়ে ১২-তদুর্ধ্ব
দৌড় (৫০মিঃ),৪-৬ বছর(মেয়ে)। সবশেষে ছিল প্রীতি ফুটবল ম্যাচ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশ নেন হলুদ জার্সী পরিহিত বেনাপোল স্থলবন্দরের প্রশাসন শাখা এবং সাদা জার্সী পরিহীত ট্রাফিক শাখা। খেলার প্রথমার্ধে ০১ গোল দিয়ে চ্যাম্পিয়ন ট্রপি জিতে নেয় ট্রাফিক শাখা,রানার আপ হয় প্রশাসন শাখা।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন যৌথভাবে প্রধান অতিথি মোহাম্মদ মানজারুল মান্নান এবং অনুষ্ঠানের সভাপতি মো.শামীম হোসেন।
জুম্মা’র নামাজের বিরতির পর বিকালে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক(ট্রাফিক) মো. মামুন কবীর তরফদার।
অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষায় পিসি হেলালউজ্জামান এর নেতৃত্বে আনসার সদস্য এবং সিইও আল আমিন এর নেতৃত্বে পিমা সদস্যরা দায়িত্ব পালণ করেন।