বাঘায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আটক

ফেব্রুয়ারি ২৫, ২০২৫

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন কে

আটক করেছে পুলিশ। গোপন তথ্যর ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাজমুল কে তার শশুর বাড়ি থেকে আটক করেছে বাঘ থানা পুলিশ। 

 মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাঘা উপজেলাধীন গড়গড়ী ইউনিয়নের শিমুলতলী নাজমুলের শশুর বাড়ীতে পুলিশের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া বাজার সংলগ্ন  বাবর আলীর ছেলে মোঃ নাজমুল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকলীগের  সভাপতি। 

বাঘা থানা পুলিশ  সূত্রে জানা যায়, অস্থিতিশীলতা সৃষ্টি তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে তার বিরুদ্ধে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুর্থানে দেশের পট পরিবর্তনের পর থেকে তারা আত্নগোপনে ছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,গোপন তথ্যের ভিত্তিতে নাজমুলের শশুর বাড়ীতে অভিযান পরিচালনা করে আটক করে থানায় নিয়ে আসা হয়।দেশের পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অগ্নিসংযোগ,হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

মন্তব্য করুন