
নিজস্ব প্রতিবেদক, যশোর:
দেশের সবচে’ বেশি প্রচারিত জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশ শান্তনু ইসলাম সুমিত, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্জ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সফলতার সাথে বাংলাদেশ প্রতিদিন দেশের সবচে’ বেশি প্রচারিত পত্রিকায় পরিণত হয়েছে। আগামিতে এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশ প্রতিদিন আগামিতেও দেশ ও জনগণের কল্যাণে অবদান রেখে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে একই স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে যশোরে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যরা অংশ নেন।