তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে আজ সকালের দিকে স্কুল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি টিচার্স কলেজ পাবনা, (অব) অধ্যক্ষ সানাউল্লাহ।

স্কুলের সহকারী শিক্ষক আব্দুল বারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সেলিম আব্দুল্লাহ আল মাহমুদ,ও বীর মুক্তিযোদ্ধা গনেরাও উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম শিশির, শিক্ষক আব্দুর রশিদ, শ্যামল কুমার প্রামানিক, আসির উদ্দিন, সুমন কুমার প্রামানিক, শাবানা পারভিন, সাহিনুর নেসা,নাজমা পারভীন প্রমুখ। এসময় স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন। স্কুল থেকে ৫০ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানান প্রধান শিক্ষক।

মন্তব্য করুন