ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলে তারুণ্যের উৎসব ও ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া
আলমগীর হোসেন আলম, ঝিকরগাছা :
‘এসো বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সেমিনার, বিজ্ঞান মেলা, বির্তক, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগুন নিয়ন্ত্রণে করনীয় বিষয়ের উপর প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের উৎসবের ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের সভাপতি ভুপালী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, শবনম পারভিন, সুমা কর্মকার, রাজিয়া সুলতানা, আশরাফ আলী, স্বপন কুমার ঘোষ, কামরুন্নাহার, শাহানারা খাতুন, মাজহারুল ইসলাম, রুহুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, রোকশানা শরমিন, উজ্জ্বল কুমার বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, মাহমুদ পারভেজ, তাপস কুমার ভাস্কর, শাহামিনা খাতুন, সানজিদা আখতার, শাকিলা খাতুন, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের মাঠে জরুরী প্রয়োজনে অগুন নিয়ন্ত্রণে করনীয় বিষয়ের উপর প্রশিক্ষণ মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নয়ন বাবু চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার শামসুর রহমান, লিডার উৎপল, আলিম, ড্রাইভার মুকুল, সবুজ, ফায়ার ফাইটার -আতাউর, মেহেদী, শুভংকর, মুস্তাফিজ সহ আরও অনেকে।