শার্শায় বাড়ি ঘর ভাংচুর ও ফলজ বৃক্ষ কর্তন

বিল্লাল হুসাইন:
যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নেরনিশ্চিন্তপুর গ্রামে পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি জোর করে মেয়েদেরকে ফাকি দিয়ে ছেলে কর্তৃক ভোগদখলের পায়তারার ঘটনায় বাড়ি ঘর ভাংচুর ও ফলজ
ও গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,শার্শা থানাধীন নিশ্চিন্তপুর মাঝেরপাড়া গ্রামের মৃত মৌলভি জালাল আহমেদের ওয়ারিশ সূত্রে ২পুত্র শাহাজান আলী ও মোজাম্মেল হক, ২ মেয়ে রওশনারা ও রোকেয়া এবং ১স্ত্রী আমাতুন্নেছা রয়েছে। তাদের বসন্তপুর মৌজায় এসএ খতিয়ানের ৪৪৬৪ দাগে ৫৮শতক জমি পরবর্তীতে আরএস খতিয়ান ৩০৬৬ ও ৩১৫০নং খতিয়ানে ৪.৭৮শতকের মধ্যে ৪৪৬৪ দাগে বর্তমানে ৫৫শত জমি ও সাবেক ৪৪৭৭ ও ৪৫৩৩নং হাল ৮৫১০নং দাগে ১৫শত জমি এবং এসএস ৫২৪খতিয়ানের ও হা হাল খতিয়ান নং ১২৬৬ ও ১২৬৬/১, সাবেক ৪৫৩৪নং দাগে ৭০ শতক ও সাবেক ৪৫৩৫ ও ৪৫৩৬ নং হাল ৮৫০৭ ও ৮৫০৯নং দাগে ৬০শতক, সর্বমোট ১৩০শতকের মধ্যে ২ মেয়ের নামে ৩২শতক জমি রেকর্ড করার কথা থাকলেও ২ বোনকে জমি না দেওয়ার সড়যন্ত্র করছে নিশ্চিন্তপুর মাঝেরপাড়া গ্রামের মৃত মৌলভি জালাল আহমেদের ছেলে মোজাম্মেল হক (৬০)। এই ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল হক (৬০) সহ আরও ৩-৪জন ব্যক্তি মিলে মৃত মৌলভি জালাল আহমেদের মেয়ে রওশনারা প্রাপ্ত জমি থেকে বাড়ি ঘর ভাংচুর ও ফলজ গাছপালা কর্তন করেছেন। জমি জমার বিষয়ে একাধিকবার বার বসাবসি করার পরও কোন মিমাংসা হয়নি। যদিও বসাবসির ভিতরে ওয়ারিশদের সম্পত্তি দিতে চাইলেও পরবর্তীতে জমি দিতে অস্বিকার করেন।
এ বিষয়ে এলাকার সাবেক ইউপি সদস্য শওকত আলী বলেন, মৃত জালাল মৌলভি ছেলে শাহাজানের সব জমি মোজাম্মেল নিয়ে নেছে। এখন দুই মেয়েদের জমি জমা দিবে না বলে পায়তারা করছে। আমরা এই বিষয়ে সালিশ বিচারের মিমাংসায় জানি রওশনারা যে জমিতে আছে সেটা বৈধ্য। কিন্তু বর্তমানে তারা বাড়ি ঘর ভাংচুর ও গাছপালা কর্তন করেছে।
আইয়ুব আলীর ছেলে বাহার সাহেব বলেন, আমি রওশনারার ঘরে ভাড়া থাকি। তাদের জায়গা জমি নিয়ে ঝামেলা থাকায় আমাকে জোর পূর্ব ঘর থেকে নামিয়ে দিয়েছে মোজাম্মেল হক ও জহিরুলরা।
ঘটানার বিষয়ে মোজাম্মেল হকের ছেলে জহিরুল ইসলাম বলেন, তারা এখান থেকে ২মাস আগে চলে গেছে। তাদের ঘর আমরা ভাঙ্গিনী, তাদের ঘর ভাঙ্গা ছিলো। তাদের ঘরে কোন ভাড়াটিয়া ছিলো না।

মন্তব্য করুন