
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ১৪০টি পানিবন্দী পরিবারের মুখে হাঁসি ফোঁটাতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার ত্রানসামগ্রী বিতরণ করেছেন। এসময় তিনি বলেন, বিষয়টি জানতে পেরে আশ্রয়ণ প্রকল্পের সকল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের ভিতরের রাস্তাসহ সার্বিক উন্নয়ন করা হবে।
চলতি বছরের অতিবৃষ্টিতে বেশ কিছুদিন ধরে পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করে আসছিল। যার কারণে সোমবার রাতে ও মঙ্গলবার বিকালে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের ১নং কোলনীতে ৫১টি, ২নং কোলনীতে ২৮টি, ৩নং কোলনীতে ৩২টি ও ৪নং কোলনীতে ১২পরিবারের মাঝে এবং শিমুলিয়া ইউনিয়নের খাসখালী কোলনীতে ৩টি ও শিমুলিয়া কোলনীতে ১৪টি জলাবদ্ধাসহ দুঃস্থ-অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সফর সঙ্গী ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী জালাল আহম্মেদ, নাভারন ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিছুর রহমান, পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মেজবাহ উদ্দিন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুজ্জামান, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথসহ আরও অনেকে।