ইলিশের দাম নির্ধারণে প্রধান উপদেষ্টার অনুমোদন

জুলাই ৩, ২০২৫

মিঠুন সরকারঃ

চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইলিশের বেপরোয়া দাম বৃদ্ধি ও অসাধু সিন্ডিকেটের কবল থেকে বাজার মুক্ত করতে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ইলিশের দাম নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছেন। গত ২৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিছু অসাধু ব্যবসায়ী ইলিশের স্বাদকে পুঁজি করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে এখন ইলিশের দাম নির্ধারণ করা হবে চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠিসহ অন্যান্য উপকূলীয় জেলায়। এ জন্য মৎস্য আহরণ ও বাজারজাতকরণের আনুষঙ্গিক খরচ বিবেচনায় নেওয়া হবে।

জানা গেছে, ইলিশ প্রাকৃতিকভাবে উৎপাদিত হলেও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গঠন করে এর বাজার নিয়ন্ত্রণ করছে। এ অবস্থা থেকে উত্তরণে জেলা প্রশাসক তার প্রতিবেদনে দাম নির্ধারণের পাশাপাশি সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অগ্রগতি সম্পর্কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। ইলিশ মৌসুমের শুরু থেকেই চাঁদপুরে এর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছ।

মন্তব্য করুন