পুঠিয়ায় শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেপ্তার

মে ১৪, ২০২৫

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে ১২টি মামলায় দীর্ঘদিন পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা মোঃ সাব্বির (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে। সে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা সবুর মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৩ মে বিকেল ৫টা ৪০ মিনিটে রাজশাহীর পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া, তিনি একটি কুখ্যাত গাড়ি ও মোটরসাইকেল চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবেও পরিচিত।

র‌্যাব জানায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর সাব্বিরকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন