
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
আসন্ন ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে কোরবানির পশুর হাট, বাজার ও মার্কেটসমূহে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক মতবিনিময় সভার আয়োজন করেছে।
(১৩ মে ২০২৫) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এতে ইজারাদার, ব্যবসায়ী প্রতিনিধি, বাজার কমিটি, পরিবহণ সংগঠন ও বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
পুলিশ কমিশনার জানান, মহাসড়কে পশুর হাট বসানো যাবে না এবং প্রতিটি হাটে সিসি ক্যামেরা, জেনারেটর, স্বেচ্ছাসেবক, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং পশু রাখার জন্য শেড রাখতে হবে। জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপনে ব্যাংকগুলোকে আহ্বান জানানো হয়। চুরি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে, পাশাপাশি হাটভিত্তিক কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, জোর করে পশুবাহী গাড়ি হাটে নেওয়া যাবে না এবং কাঁচা চামড়া পাচার রোধে পদক্ষেপ নেওয়া হবে। যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে এবং পিকআপ ও ট্রাক দিয়ে পশু পরিবহনের পরামর্শ দেওয়া হয়। যাত্রী হয়রানি বন্ধে পরিবহণ নেতাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিস, প্রাণীসম্পদ বিভাগ, নেসকো ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং থানা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনসাধারণকে যেকোনো প্রয়োজনে আরএমপি তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন (টেলিফোন: ০২৫৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) ও সাইবার হটলাইন (০১৩২০০৬১৯৯৯) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।