
নিজস্ব প্রতিবেদক:
যশোরের নাভারন রেলক্রসিংয়ে আজ বিকেল ৪টা ১০ মিনিটে মোংলা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাকটি যশোর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। সংঘর্ষের ফলে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, সংঘর্ষের শিকার ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট-১১-১৯০৪। চালক মাহমুদ (৪৫), পিতা শহর আলী গাজী এবং হেলপার কাওছার আলী (৪২), পিতা শের আলী, উভয়ের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান তার দায়িত্বে অবহেলা করেন এবং সিগনাল (বাসকল) না ফেলানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।
Post Views: ৭৮