
আঃজলিল, স্টাফ রিপোর্ট৷র:
যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বৃষ্টির মধ্যে ক্ষেতে ধান জড়ো করার সময় বজ্রপাতে সে ঘটনা স্থলে নিহত হয়।
নিহত আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী- নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ঐ কৃষকের বাড়িতে যাওয়া হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবা রকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরা মর্শ দেন নির্বাহী কর্মকর্তা।
Post Views: ১৫৪