জেলা প্রতিনিধি যশোর।।
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মতবিনিময় করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। শনিবার যশোরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি তার স্বাগত বক্তব্যে রাজনীতি ও সমাজসেবায় তার সততা, নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বের সৎ গুণাবলী তুলে ধরেন। দৃঢ়তার সাথে তিনি বলেন, তিনি নমিনেশন পেলে এবং জনগণের রায়ে এমপি নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের প্রায়োরিটি দেবেন। টি আর, কাবিখা এবং নওয়াপাড়া বন্দরকে বিনিয়োগ বান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।
দলীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন দলের অনেকে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে। অনেকে ফ্যাসিস্টদের পুনর্বাসন করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছে। তিনি বলেন আমি নির্বাচিত হলে এক টাকাও অনৈতিক বাণিজ্য হবে না। বাঘারপাড়ায় যা রণজিৎ রায় করে গেছে তার আর কোন পুনরাবৃত্তি ঘটবে না। মানুষ নির্বিঘ্নে সমস্ত রকমের কাজকর্ম সম্পন্ন করতে পারবে। কাউকে অহেতুক কোন হয়রানির শিকার হতে হবে না। তিনি যশোরের দুঃখ ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করারও প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা মাসুদ আলম টিপু , বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বাঘারপাড়া পৌর কৃষক দলের সাবেক সহ সভাপতি আব্দুল
আলিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মনিরুজ্জামান মুনির, আবুল কালাম শামছুদ্দিন জ্যোতি, জুয়েল মৃধা, তৌহিদ জামান, নুর ইসলাম ও শিকদার মোঃ খালিদ সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ প্রশ্ন করলে তিনি তার যথাযথ উত্তর প্রদান করেন।