নিজস্ব প্রতিবেদক:
যশোর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন।মঙ্গলবার যশোর চাইপাই কমিউনিটি সেন্টারে দিনব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক লোকসমাজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। অতিথিরা সংগঠনকে আরও কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সহ-সভাপতি শান্ত, হাবিবুর রহমান রুবেল, মশিয়ার রহমান ও সোহাগ, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, আকবার আলী ও অশোক দাস, সংগঠনিক সম্পাদক: ওমর ও দুলাল, কোষাধ্যক্ষ শাহ জাহান,দপ্তর সম্পাদক আখতার হোসেন, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক শাহ জামাল, সহ-প্রচার সম্পাদক সোহাগ হোসেন,। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, মোস্তফা, মনির, জিয়া, শফিকুল, কামাল, বাবুল, মিলন, নজরুল ও শামীম। একই অনুষ্ঠানে যশোর জেলার আটটি উপজেলার জন্য পৃথক কমিটিও ঘোষণা করা হয়।
এছাড়া, নতুন কমিটিতে চেম্বার অব কমার্স-এর সভাপতি মিজানুর রহমান খান প্রধান উপদেষ্টা এবং শিমুল ভুইয়া ও হাজী কোমল উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন কমিটি সংগঠনের সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবে।