নিজস্ব প্রতিবেদক:
নায্যমুল্যে সবজি বিক্রির উদ্যোগ গ্রহন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ,শার্শা উপজেলার সহযোদ্ধারা। এক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসন। সিন্ডিকেট নিপাত যাক, জনতা মুক্তি পাক স্লোগানকে সামনে রেখে "স্বস্তির বাজার" পরিচালনা করা হয়। উপজেলার নাভারন বাজারে স্বস্তির বাজারের শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাজিব হাসান।
এসময় উপস্থিত ছিলেন নাভারণ কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মোঃ আব্দুর রউফ আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম আহবায়ক জনাব রাসেল মাহমুদ। শার্শা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যে ছিলেন জনাব সুজন হোসেন, নাহিদ আক্তার, ইকরাম মোল্লা, তাজমুল হাসান, হাবিব, রিয়াদ হোসেন,মেহেদী হাসান প্রমুখ।