
নিজস্ব প্রতিবেদ:
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার উদ্যোগে এবং যশোর সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় “২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে” এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অদ্য (০২ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত যশোর সদর উপজেলার ৬৫ নং চাচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় ২০০ থেকে ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব যশোর জেলার নেতা আবু আহসান লাল্টু, মেজবাউর রহমান, ফারুক এহতেশাম পরাগ, শরিফুল আলম খানসহ বিএনপি ও ড্যাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “বিএনপি একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। এজন্য জরুরি ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার মানসিকতা নিয়ে নয়, বরং জনগণের সেবক হিসেবে রাজনীতি করে। সেই কারণেই যেকোনো সংকটে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়ায়।”