আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভুপালী সরকারের সদ্য বদলী আদেশ প্রাপ্ত হওয়ায় উক্ত বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে দলমত নির্বিশেষে হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে প্রায় ২ঘন্টা যাবৎ ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে সম্মিলিত সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জান বাবু ও ফ্রেন্ডস টুয়েন্টির সাবেক সভাপতি আরাফাত কল্লোল’র সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা তৌফিক রেজা টোকন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছা শাখার আহ্বায়ক ইমরান রেজা খোকন, অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল আলম, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, মীর লূৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, সনাতন পাটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রনজিৎ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহামুদ হাসান, আখিঁ খাতুন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সদস্য শাহিন আহম্মেদ, জামারুল ইসলাম, গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনজুর আলম, হিন্দু, বৈধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মিনাল কান্তি দত্তসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশয় দেওয়া হয়নি। তারপরও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি প্রজ্ঞাপনেই উপজেলাবাসীর নিকট থেকে একটা অমূল্য সম্পদ হারিয়ে যেতে বসেছি। ভুপালী সরকার তিনি শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক না তিনি আমাদের একজন অভিভাবক। তিনি তার কার্যালয়ে থাকা অবস্থায় আমাদের কাউকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়নি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য। সে কখনো উপজেলায় সাধারণ মানুষের জন্য কাজ করতে রাতকে রাত ও দিনকে দিন না মনে করেনি। আমাদেরই কথা ভেবে সরকারের নির্দেশনার বাহিরে গিয়ে নিজের দায়িত্ব পালন করে অসহায় গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। মাত্র এক বছরে তিনি সবার মন জয় করে নিয়েছেন একজন সৎ, নিরপেক্ষ, ও উদার মনের একজন মানবিক ইউএনও হলো ভুপালী সরকার। তার বিরুদ্ধে এই বদলী আদেশ প্রত্যাহারের দাবী করেছেন তারা। এ থেকে যদি বদলীর প্রজ্ঞাপর পরিবর্তন না হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন।