
নিউজ ডেক্স:
যশোর জেলা প্রশাসনের আয়োজনে, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এর সভাপতিত্বে, খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা (৭০/৮০) যশোর সার্কিট হাউস মিলনায়তনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
বর্ণিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাসানাত হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, যশোর জেলার জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম সহ খুলনা বিভাগের সকল জেলার জেলা প্রশাসক/প্রতিনিধি ও সকল জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধাব অতিথি সরকারের সকল কর্মকর্তাদের খাদ্য গুদামের যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের নির্দেশ দেন। সরকারের উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।