হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যশোরের শফিক নিহত

অক্টোবর ৩০, ২০২৪

নিউজ ডেক্স :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম শফিক নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। সে যশোরের মুড়লি তাঁরা মসজিদ এলাকার মরহুম মফিজুল ইসলাম মধুর ছেলে এবং সে দূর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার ছিলেন।

স্থানীয়রা জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্রীজের কাজে নিয়োজিত একটি লরির পেছনে, দ্রুত গতিতে আসা অপর একটি ট্রাক এসে ধাক্কা দেয়, এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, ট্রাকের মধ্যে থাকা হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন।

দূর্ঘটনাটি গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, পানিউমদা বাজার এলাকায় সিক্স-লেনের জন্য ব্রিজের কাজ চলছে। মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে ব্রিজের নিকটে মহাসড়কের পাশে একটি লরি দাঁড়িয়ে ছিল। লরিটি ব্রিজের কাজে নিয়োজিত ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।

মন্তব্য করুন