যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হওয়া

ফেব্রুয়ারি ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে হতে থানা চৌরাস্তা পর্যন্ত এক বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে থানা চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ (৮০/১০০) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি *বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোরের আহ্বায়ক রাশেদ খান* এর নেতৃত্বে বিকাল ১৬:৪৫ ঘটিকায় যশোর প্রেসক্লাবের সামনে হতে বের হয়ে সার্কিট হাউস মোড়, ভোলার ট্যাংক রোড, রাসেল চত্বর (চার খাম্বা), রেলরোড ও সোনালী ব্যাংক মোড় হয়ে বিকাল ১৭:০৫ ঘটিকায় থানা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। অতঃপর তারা ১৭:০৫-১৭:৩০ ঘটিকা পর্যন্ত থানা চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করে।

জুলাই আগস্ট ভুলি নাই, কুয়েট তোমার ভয় নাই।
কুয়েটে হামলা কেনো, প্রশাসন জবাব চাই।
আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কুয়েটে সাধারণ ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। তারা আরও বলে ছাত্র-জনতার জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনারা স্বাধীন ভাবে মতামত প্রকাশ করতে পারছেন।তাই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগীতা করুন। নির্বাচন নির্বাচন করে মাথা নষ্ট করে লাভ নাই। আগে দেশে সংস্কার হবে তারপর নির্বাচন। একটা দল হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে, আপনারা সেই সুযোগটাও পাবেন না। আর কোন ফ্যাসিস্ট সৈরাচারের উত্থান হোক আমরা তা চাই না।

বিক্ষোভ মিছিলে আহবায়ক রাশেদ খান এর নেতৃত্বে অন্যান্য আরও উপস্থিত ছিলেন শোয়াইব হোসেন, প্রতিনিধি সদস্য, জাতীয় নাগরিক কমিটি, যশোর, জান্নাতুল ফোয়ারা অন্তরা, ভারপ্রাপ্ত সদস্য সচিব, বিএম আকাশ, যুগ্ম আহ্বায়ক, শাহেদ মুহম্মদ রিজভী, যুগ্ন আহবায়ক, মারুফ হাসান, যুগ্ন আহবায়ক, ফাহিম আল ফাত্তাহ, মুখপাত্র, আল মামুন লিখন, মূখ্য সংগঠক, সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর।

মন্তব্য করুন