
নিজস্ব প্রতিবেদক:
যশোরে সদরের বলরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি মো. নুর ইসলাম (৪১) নামে এক ব্যাক্তিকে মারপিটের ঘটনায় আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উক্ত স্কুলের সামনে এ মারপিটের ঘটনা ঘটে।
আহত নুর ইসলাম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও
উপজেলার বলোরামপুর গ্রামের আব্দুল গনির ছেলে।
আহত নুর ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় সকালে স্কুলে যাওয়ার সময় ওই এলাকার ইদ্রিস আলির ছেলে আজাহার, জালালের ছেলে ইমদাদুল হক, জালাল উদ্দিনের ছেলে গোলাম আজম, ওয়াদুদ বিস্বাসের ছেলে সাইফুল ইসলাম মনির, জব্বার বিস্বাসের ছেলে আশরাফুল ও ইদ্রিস আলির ছেলে ওহিদুল ইসলাম স্কুলের সামনে তাকে গতিরোধ করে। পরে কি বিষয়ে তাকে গতিরোধ করা হয়েছে জানতে চাইলে উপরের ব্যাক্তিরা তাকে দেশিয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে কিল ঘুষি লাথি ও বিভিন্নভাবে ক্ষত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার পেয়িং ওয়ার্ডে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।
আহত নুর ইসলাম আরো জানায়, উল্লেখিত ব্যক্তিদের মধ্যে ৩জন ওই বিদ্যালয়ে পূর্বে চাকুরি করতেন। কিন্তু গত ৭/৮ বছর পূর্বে তাহাদের চাকুরি চলে যাওয়ার বিষয়ে আমাকে দোষারুপ করে। এরই জের ধরে বুধবার সকালে স্কুলে ঢুকতে গেলে তার উপর এ বিতর্কিত হামলা করে।
এই বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতের সারা শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে তিনি এখন আশঙ্কা মুক্ত।