যশোরে ডিবি অভিযান চালিয়ে ৬০ বোতল সহ আটক- ১

অক্টোবর ২৩, ২০২৪

নিউজ ডেক্স :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ রুবেলকে আটক করে পুলিশ।
পুলিশ পরি (নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর দিক নির্দেশনায় ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এএসআই(নিঃ)/৪৪০ রনজন কুমার বসু, সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান সহ আইনশৃঙ্খলা রক্ষা ডিউটি করা কালে ইং-২২/১০/২০২৪ যশোর কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট পলাশের দোকানের সামনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হইতে আসামী মোঃ রুবেল(৩২), পিতা-আলী হোসেন, মাতা-মোমেনা, সাং-কন্যাদহ, থানা-শার্শা, জেলা-যশোর কে ৬০ (ষাট) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে। জব্দকৃত ফেন্সিডিল এর মূ্ল্য অনুমান ১,৮০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

মন্তব্য করুন