
নিজস্ব প্রতিবেদক
যশোরে গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস্ লিমিটেডের টেরিটরি ম্যানেজারের ওপর হামলা চালিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছে ওই অফিসের ডিপো ইনচার্জ মুকুল হোসেন রিপন নামের এক ব্যাক্তি। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের লোন অফিস পাড়ার ডিপো অফিসে এ হামলার ঘটনা ঘটে।
আহত শেখ আফজাল হোসাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখ নিজাম আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের বাগমারা রোডের ভাড়াটিয়া।
আহত আফজাল জানায়, ওই অফিসের ডিপো ইনচার্জ রিপনের বাড়ি শহরতলীর সেখহাটি বাবলাতলায়। স্থানীয় হওয়ার সুবাদে গায়ের জোর খাটিয়ে অফিসকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতো। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগও রয়েছে। তবে আফজাল টেরিটরি ম্যানেজার হিসেবে আসার পর থেকে তার সকল চুরি ও দুর্নীতিতে বাধা দেয়। চুরিতে বাধা পাওয়াই রিপন বিভিন্ন অর্থনৈতিক আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে। এর ফলে দীর্ঘদিন ধরে রিপন তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার লোয়ার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখন করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে অফিসের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আফজাল হাসপাতালের পুরুষ পেইন ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানায়, এর আগেও রিপন আমার হাতে আঘাত করে। এ বিষয়ে আমি হেড অফিসে রিপনের বিরুদ্ধে অভিযোগ করি। যার কারনে রিপন আমার উপর ক্ষিপ্ত ছিল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রাথমিক অভিযোগে যাওয়া কোতোয়ালি থানার এ এস আই মিনারা আলম বলেন, আমরা ফোনে অভিযোগ পেয়ে ওই অফিসে গিয়েছিলাম। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।