
যশোর প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোরের আয়োজনে ৪৫ তম জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমীতে বেলুন ও কতুতর উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের বিএএম উপপরিচালক নূরুল হাসান ফরিদী।
পরে শিল্পকলা একাডেমিক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাবেশের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
সভাপতিত্ব ও যশোর জেলা কমান্ডার আল – আমিন হোসেনের সার্বক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন নাজমুল সাদিক রাসেল, যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এফতেখারুল ইসলাম প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ,উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে অবদান রাখার আহবান জানান। আনসার ও ভিডিপি ক্লাব সমিতি গুলোকে গ্রামীণ উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শারদীয় দুর্গাপূজা ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেজন্য তিনি সকল সদস্যকে ধন্যবাদ জানান। আগামীতে বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সবাইকে এখন থেকে প্রস্তুতি নেয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ভিডিপি’র সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩০০ আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ভিডিপি সদস্যদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।