বেনাপোল সিমান্ত থেকে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক                                                 

ফেব্রুয়ারি ২৫, ২০২৫

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১৫ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী) ভোরে পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় (মধ্যপাড়া) তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে করা হয়েছে।

আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে করিম মিয়া (৪৫)।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ধৃত আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১৭, তারিখ-২৫/০২/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ধৃত আসামীকে ইং ২৫/০২/২০২৫ তারিখ খ্রিঃ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন