ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের ‍বিক্ষোভ

ফেব্রুয়ারি ২৫, ২০২৫

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার সারাদেশের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কলেজ, শেরপুর সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা মশাল মিছিল করেছেন।
এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

সোমবার সন্ধ্যার পরে ঝিনাইগাতী শিমুলতলী বাজারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। এ সময় নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহবানও জানান
লুৎফর রহমান লাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক
বৃহত্তর ময়মনসিংহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক মো:মনোয়ার হোসেন, শাহিন মিয়া, ও স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ সহ আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মশাল মিছিলে অংশ গ্রহণ করেন।

মন্তব্য করুন