
ঝিকরগাছায় সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব পালন করলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার
আমরা যদি নিজের সততাকে ধরে রাখতে পারি তাহলে এই দেশ ও পৃথিবীকে পাল্টানো সম্ভব
আলমগীর হোসেন আলম, ঝিকরগাছা :
আমরা যদি আমাদের নিজের স্থান থেকে দায়িত্বটাকে সঠিক ভাবে পালন করি ও নিজের সততাকে ধরে রাখতে পারি তাহলে এই দেশ ও পৃথিবীকে বদলারনা পাল্টানো পারবো। আমাদের সবার ভূল থাকবেই কারণ আমরা অফিসার তার সাথে মানুষ। আর যারা আমাদের ভূল গুলো ধরিয়ে দিবেন তারাও মানুষ। আমরা চাই সবাই মিলেমিশে তারুণ্যের উৎসবের আয়োজনকে উদযাপন করতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতির বক্তব্যের মাধ্যমে উপজেলার সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন কালে এ কথা বলেন।
১ম দিনে শনিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে- এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে” যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধনে র্যালী ও বেলুন উড়িয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু করেন। ২য় দিনে ৩৬জুলাই গণঅভ্যুত্থানের উপর উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদের মধ্যের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৩জন করে মোট ৩৬জন শিক্ষার্থীদের মাঝে ২শিফটে পরিক্ষায় অংশগ্রহণ করেছেন। ৩য় দিনে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা (স্কুল ও কলেজ পর্যায়ে), বিজ্ঞান বিষয়ক কুইজ, চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় ঝিকরগাছা বিএম হাই স্কুল ও উপজেলা পরিষদের মধ্যের সারাদিনের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। ৪র্থ দিনে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন স্টলে উপস্থাপিত প্রকল্পের মূল্যায়ন, স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী, তারুণের উৎসব উপলক্ষ্যে কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. উম্মে শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সুরমান আলী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মৌসোনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার। ৫ম দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোরের আয়োজনে ৩ দিন ব্যাপি যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় র্যালী, বেলুন উড়ানো, বিভিন্ন কৃষি স্টল পরিদর্শন ও আলোচনা সভায় যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ ড.ফ. ম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ দীপংকর দাস, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ারসহ আরও অনেকে। ৬ষ্ঠ দিনে প্রেজেন্টেশন ও কর্মশালা, সমাপনী, পুরস্কার বিতরণী ও পিঠা উৎসবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ০৯টা থেকে উপজেলা পরিষদের মধ্যের সারাদিনের আয়োজনে তারুণ্যের উৎসবে সভাপতির দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। প্রতিদিন ছিলো ভিন্ন ভিন্ন শিল্পীদের মাধ্যমে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্তদিনে ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে পরিসমাপ্তি অনুষ্ঠানে সকল প্রতিযোগীর মধ্যথেকে ১ম, ২য় ও ৩য় নির্বাচন করে অংশগ্রহণকারী ও প্রতিষ্ঠানকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয় এবং অনুষ্ঠানের মিডিয়া কভারেস সংক্রান্ত বিষয়ের উপর প্রথম হয়েছেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন দৈনিক সত্যপাঠ, দৈনিক খোলাকাগজ ও সাপ্তাহিক আঁচড় পত্রিকার প্রতিনিধি, প্রেসক্লাবের সদস্য ও মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, তৃতীয় হয়েছেন দৈনিক রানার পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি।
সপ্তাহব্যাপী এই আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাভিদ সরওয়ার, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুলর রহমান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রাকিবুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অফিসার টি,এম মেসবাহ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, আসাদুল ইসলাম, উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ইমদাদুুল হক ইমদাদ, উপজেলার মোবাইল কোর্টের পেশকার শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক অফিসার আবু সাঈদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, ছাত্র প্রতিনিধি রেজোওয়ান রনি, মাহমুদ হাসান, রবিন, আঁখি, স্মরন, রিকন আহমেদ, আলামিন, মিতা, কান্তা, ঐশী সহ সহ সংশ্লিষ্ট উপ কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করেন জুলাই-আগষ্ট অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী, নির্ভীক-২৪, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রকৌশলী অফিস, মহিলা বিষয়ক অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উচ্চমূল্যের সবজি ও ফুল-ফলের চারা বিপণন ও মেলা, ভার্মিকম্পোস্ট ও ট্রাইকোকম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণ, তরুণ উদ্যোক্তাদের জন্য প্রাণিসম্পদ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বিজ্ঞান ও প্রযুক্তিগত ভাবে মাশরুম উৎপাদন, ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ, গাছের চারা প্রদর্শন ও বিতরণ, স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ঝিকরগাছা বিশেষ গ্রুপ, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাইস্কুল, ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলিমননেছা উচ্চ বালিকা বিদ্যালয়, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়, আকিজ কলেজিয়েট স্কুল, গাজীর দরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসা, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, শিমুলিয়া কলেজ, ঝিকরগাছা প্রেসক্লাব, উলাসী সৃজনী সংঘ, ঝিকরগাছা নিশানা লেডিস ক্লাব, পেন ফাউন্ডেশন, মেঘনা নারী উন্নয়ন সংস্থা, বিশ্বাস ফ্যাশন হাউস, ফুলের বাই প্রোডাক্ট থেকে প্রসাধনী উৎপাদন ও ব্যবহার নামক প্রতিষ্ঠান।