
ঝিকরগাছায় বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
আলমগীর হোসেন আলম, ঝিকরগাছা :
জনগন যদি হয় সচেতন মেছো বিড়াল হবে সংরক্ষণ এই স্লোগানে বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে ঝিকরগাছার পানিসারায় বর্ণাঢ্য র্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
যশোর সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলার হাড়িয়া নিমতলা ইট অর মিট ক্যাফে প্রাজ্ঞন থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে হাড়িয়া ফুল মোড়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বন সংরক্ষণ সামাজিক বন অঞ্চল যশোর সার্কেল প্রধান এ এস এম জহিরউদ্দীন আকন।
বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদাহ সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দীন,সাতক্ষীরা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা পিয়াংকা হালদার।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান, সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, নড়াইল সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশিদ, যশোর সদরের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, ঝিনাইদহ সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, মাগুরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তনন্দ্রনাথ সরকারসহ বন বিভাগের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।
র্যালীতে মেছোবাঘ রক্ষায় প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা মুলক বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়। দেশের দক্ষিণপশ্চিমাঞ্চল, বৃহত্তর ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।