
নিজস্ব প্রতিবেদ:
জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোর কর্তৃক একটি ডাকাতি মামলা সহ কয়েকটি চুরি মামলার রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার-১৪ জন
গত ইং ০১/০২/২০২৫ খ্রিঃ শুক্রবার দিবাগত রাত অনুমান ০২.৩০ ঘটিকা হতে রাত অনুমান ০২.৫৫ ঘটিকার মধ্যে কোতয়ালী মডেল থানাধীন নতুন উপশহর মহিলা ডিগ্রি কলেজের বিপরীত পার্শ্বে গোল্ডেন বাইক নামক ব্যবসা প্রতিষ্ঠানের নাইট গার্ড আবুল হোসেন(৫৫) কে জিম্মি করে অজ্ঞাতনামা ডাকাত/ডাকাতেরা শাটারের তালা ভেঙ্গে মোট ২৩,১০,০০০/- টাকার ব্যাটারী সহ অন্যান্য মালামাল ডাকাতি করে নেয় এবং দোকানের সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে যায়। উক্ত ঘটনায় যশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং-১, তাং-০১/০২/২০২৫খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্তকারী কর্মকর্তা সহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরকে ঘটনা উদঘাটনের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশ ডাকাতির ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ ডিবি’র এসআই/ রাজেশ কুমার দাশ, এসআই/ খান মাইদুল ইসলাম রাজিব, এসআই/মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই/ বিপ্লব সরকার, কং/আব্দুল বাতেন সঙ্গীয় অফিসার-ফোর্স সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গত ইং ০৪/০২/২০২৫খ্রিঃ অভিযান পরিচালনা করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বরিশাল এলাকায় ডাকাতি সংঘটন করে ফিরে যাওয়ার সময় ডাকাত দলকে গ্রেফতারের চেষ্টা করলে পুলিশের বাঁধা ডিঙ্গিয়ে পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যায়। তখন ডিবি’র টিম আসামিদের পিছনে ধাওয়া করলে তারা একটি মিনি ট্রাকে ডাকাতি করে আনা গ্যাসের সিলিন্ডার ডিবি’র গাড়িকে লক্ষ্য করে বারবার ছুড়তে থাকে।
একপর্যয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত পার হয়ে আসামিরা এক্সপ্রেস ওয়ের ফাঁকা জায়গায় গ্যাস সিলিন্ডার সহ মিনি ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। তখন ডিবির টিম উক্তস্থান থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি মিনি ট্রাকটি জব্দ করে এবং আসামিদের গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যহত থাকে।
পরবর্তীতে ডিবি কর্তৃক সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের গতিবিধি পর্যালোচনা করে গত ইং ১৭/০২/২০২৫খ্রিঃ ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এবং অভিযান পরিচালনাকালে ১৮/০২/২০২৫খ্রিঃ দুপুর অনুমান ১২.১০ ঘটিকায় মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা হতে আসামি মোঃ আলমগীর হোসেন(৫৯), পিতা-মৃত লতিফ মোল্লা’কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঁটার ও দড়ি উদ্ধার পূর্বক জব্দ করে।
ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন আসামি মোঃ নজরুল ইসলাম(৫০), পিতা-মৃত শামসুদ্দিন মিয়া এর গ্যারেজ হতে আসামি ডাকাত সর্দ্দার মোঃ হিরা রহমান & বিজয় হোসেন(২৬), পিতা-আমজাদ হোসেন, রবিন মোল্লা(৩৯), পিতা-দুদু মোল্লা, মোঃ রাকিব&ভাগ্নে রাকিব(২৫), পিতা-সাদেক হোসেন, মোঃ সোহেল(৩২), পিতা-মৃত টোকন, মোঃ আমির হোসেন(৫৮), পিতা-মৃত হাশেম’দেরকে গত ইং ১৮/০২/২০২৫খ্রিঃ বেলা১৩.৩০ ঘটিকায় গ্রেফতার করে।
ধৃত আসামিদের হেফাজত থেকে একটি কাটার, একটি দা, সেলাই রেঞ্জ, ২টি গ্রান্ডিং মেশিন, ০১টি সাদা পিক আপ, ০২টি অক্সিজেন সিলিন্ডার, কালো তার, রড এবং ০২ টি ওয়েলন্ডিং মেশিন, ০৩ টি টায়ার মালামাল সমূহ ১৮/০২/২০২৫খ্রিঃ বেলা ১৩.৪৫ ঘটিকায় জব্দ করে।
ধৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানাই গত ইং ০১/০২/২০২৫খ্রিঃ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপশহরের কবরস্থান মেইন রোডস্থ গোল্ডেন বাইক শোরুমের নাইট গার্ডকে জিম্মি করে ব্যাটারী, টায়ার ও খুচরা যন্ত্রাংশ ডাকাতি করে নিয়ে যায়।
ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গত ২৫/০১/২০২৫খ্রিঃ রাত ০২.০০ঘটিকায় চাঁচড়া বাজার মোড় সংলগ্ন সবুজ মৎস খামার ও মৎস অক্সিজেন নামক দোকানের তালা ভেঙ্গে ৫২ পিচ অক্সিজেন সিলিন্ডার চুরি করে নেয়।
এছাড়াও যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মুড়লী মোড় হতে ২২/১২/২০২৪খ্রিঃ রাত অনুমান ০১.০০ ঘটিকায় একটি দোকানের তালা ভেঙ্গে অনুমান ১৫,০০,০০০/-টাকা মূল্যের টায়ার চুরি করে নিয়ে যায়।
উপরোক্ত মালামাল সমূহ উদ্ধারের লক্ষ্যে ধৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবা করার এক পর্যায়ে তাদের প্রাপ্ত তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে ডাকাতির লুন্ঠিত মালামাল ক্রয়-বিক্রয়কারী যাত্রাবাড়ি এলাকার মোঃ জুয়েল মাতুব্বর(৪০), পিতা-মৃত তোরাব আলী মাতুব্বর এর নিকট হতে নতুন ৩০টি ও পুরাতন ০৭টি ব্যাটারি ১৮/০২/২০২৫খ্রিঃ ১৬.১০ ঘটিকায় উদ্ধার করা হয় এবং ডাকাতির লুন্ঠিত মালামাল ক্রয়-বিক্রয়কারী টঙ্গিবাড়ি এলাকার মোঃ আলমগীর শেখ(৪০), পিতা-মোফাজ্জেল শেখ কে গ্রেফতার করতঃ তার হেফাজত হতে সর্বমোট ৩০টি ইজিবাইকের ব্যাটারি ১৮/০২/২০২৫খ্রিঃ ১৬.৪০ ঘটিকায় উদ্ধার করা হয় এবং চোরাইমাল ক্রয়-বিক্রয়কারী মোঃ জাহিদ(৩০), পিতা-মৃত মকবুলকে উক্তস্থান হতে গ্রেফতার করা হয়।
এছাড়াও খিলগাঁও থানাধীন চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী আসামি আব্দুল কাদের (৩২), পিতা-মৃত আব্দুল শুকুর খাঁন কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ২৬টি চোরাই অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করতঃ ১৮/০২/২০২৫খ্রিঃ ১৯.২০ ঘটিকায় জব্দ করা হয়।
পলাতক আসামি তোফাজ্জল, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, কদমতলী এর নিউ আজা আয়রন মার্কেট, পোস্তখোলা আলীবহর, ঢাকা দোকান হতে ১৬টি অক্সিজেন সিলিন্ডার ১৮/০২/২০২৫খ্রিঃ ২১.৩০ ঘটিকায় জব্দ করা হয় এবং উক্তস্থান হতে চোরাই মাল ক্রয়বিক্রয়কারী আসামি বাবলু রহমান @ বাবু(৩৫), পিতা-মৃত আব্দুল জলিল, মোঃ নিজাম উদ্দিন(৪৮), পিতা-মোঃ আবুল মিয়া’দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।